প্রতিষ্ঠান সম্পর্কে: পটভূমি বাংলাদেশে মহাকাশ প্রযুক্তির ব্যবহার শুরু হয় ১৯৬৮ সালে তৎকালীন পরমাণু শক্তি কেন্দ্রে Automatic Picture Transmission (APT) Ground Station প্রতিষ্ঠার মাধ্যমে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের National Aeronautics and Space Administration (NASA) কর্তৃক ভূ-উপগ্রহ Earth Resources Technology Satellite (ERTS) উৎক্ষেপিত হয়। বাংলাদেশেও স্বাধীনতা পরবর্তি বঙ্গবন্ধু সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ করে প্রাকৃতিক সম্পদ জরিপ, পরিবেশ, দুর্যোগ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় এ প্রযুক্তি ব্যবহারের নিমিত্ত Bangladesh ERTS Programme নামে একটি প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের আওতায় গৃহীত কর্মসূচীর সফলতার ধারাবাহিকতায় ১৯৭৫ সালে Bangladesh Landsat Programme (BLP) পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভূক্ত হয়। পরবর্তীকালে ১৯৮০ সালে Bangladesh Atomic Energy Commission এর Space and Atmospheric Research Centre (SARC) এবং BLP একীভূত করে Bangladesh Space Research and Remote Sensing Organization (SPARRSO) গঠিত হয়। মহাকাশ বিজ্ঞান ও দূর অনুধাবন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং এই প্রযুক্তির উপর গবেষণা, এর যথাযথ প্রয়োগ ও সম্প্রসারণের পদক্ষেপ হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক ১৯৯১ সালের ২৯ নং আইন দ্বারা ‘বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)' পুনঃগঠিত হয়।
Visitor Counter: Copyright © BGISP, 2024 | All Rights Reserved | Developed By: