info@bba.gov.bd     +88-02-8181426-bgisp@bbs.gov.bd

সংস্থা প্রোফাইল

Survey of Bangladesh

প্রতিষ্ঠান সম্পর্কে: বাংলাদেশ জরিপ অধিদপ্তর মানচিত্র প্রণয়নকারী জাতীয় প্রতিষ্ঠান ৷ ১৭৬৭ সালে বেঙ্গল সার্ভে নামে অত্র প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ৷ ১৯০৫ সালে সার্ভে অব ইন্ডিয়া বিভক্ত হয়ে টপোগ্রাফিক্যাল জরিপ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নামে দু’টি পৃথক প্রতিষ্ঠান স্থাপিত হয় । ১৯৪৭ সালে বৃটিশ শাসন অবসান উত্তর তৎকালীন পাকিস্তান ও ভারতে যথাক্রমে সার্ভে অব পাকিস্তান ও সার্ভে অব ইন্ডিয়া নামে দুটি প্রতিষ্ঠানের অভ্যুদয় হয় এবং একই বৎসর কুমিল্লায় সার্ভে অব পাকিস্তানের আঞ্চলিক অফিস স্থাপিত হয়। ১৯৫৮ সালে অফিসটি ঢাকার তেজগাঁও এ সার্ভে অব পাকিস্তানের প্রাদেশিক সদর দপ্তর স্থানান্তরিত হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় হলে সার্ভে অব বাংলাদেশ তথা বাংলাদেশ জরিপ অধিদপ্তর স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। অত্র অধিদপ্তর বিভিন্ন সরকারি/বেসরকারি উন্নয়ন সংস্থা/স্টেকহোল্ডারদের বিভিন্ন স্কেলের টপোগ্রাফিক মানচিত্র/ডাটা সরবরাহ করে জাতীয় উন্নয়নে অবদান রাখছে। বাংলাদেশের গড় সমুদ্র সমতল নির্ণয়ের লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গাদিয়ায় ১৯৯৩ সালে টাইডাল স্টেশন স্থাপন করা হয়েছে এবং উক্ত টাইডাল স্টেশনের গড় সমুদ্র সমতলকে রেফারেন্স ধরে সমগ্র দেশের এলিভেশন (গড় সমুদ্র পৃষ্ঠ হতে উচ্চতা) পরিমাপ করা হচ্ছে। অত্র অধিদপ্তরে ১৯৯৮ সালে ডিজিটাল মানচিত্র প্রণয়ন শুরু হয়। সমগ্র দেশের জিআইএস ডাটাবেজসহ ১:২৫,০০০ স্কেলের টপোগ্রাফিক বেইজ মানচিত্র প্রণয়ন করা হয়েছে। এসডিসিসি প্রকল্পের আওতায় বিভিন্ন স্কেলের জেলা মানচিত্র, বিভাগীয় মানচিত্র ইত্যাদি প্রণয়ন করা হয়েছে ৷ সমগ্র বাংলাদেশকে জিওডেটিক নেটওয়ার্ক এর আওতায় আনা হয়েছে। দেশের ৬টি স্থানে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর ও মৌলভীবাজার) ৬টি GNSS CORS স্থাপন করা হয়েছে এবং আরো ৭৩টি স্থানে GNSS CORS স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে বাংলাদেশ জরিপ অধিদপ্তর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সফল বাস্তবায়ন, বৈদেশিক প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে দক্ষ জনবল তৈরী করেছে এবং ডাটা সংগ্রহ ও মানচিত্র প্রণয়ন কার্যক্রম গতিশীল হয়েছে। বাংলাদেশ জরিপ অধিদপ্তর ধামালকোট, মিরপুরে অত্যাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ডিজিটাল ম্যাপিং সেন্টার স্থাপন করেছে। বর্তমানে অনলাইনে যে কোন চাহিদাকারীকে জিওডেটিক কন্ট্রোল পয়েন্ট এর স্থানাঙ্ক মূল্য পরিশোধ সাপেক্ষে সরবরাহ করা হয় ৷ এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীগণ যাতে বিভিন্ন স্কেলের মানচিত্র অত্র অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন সেজন্য কার্যক্রম অব্যাহত আছে। তাছাড়া বর্তমানে অধিদপ্তরে জিওপোর্টাল তৈরির কাজ চলমান রয়েছে ৷ সর্বাধুনিক KUMURI ও KBA মেশিন স্থাপনের মাধ্যমে অধিদপ্তরের মানচিত্র মুদ্রণে যুগান্তকারী পরিবর্তন এসেছে। ফলে বাংলাদেশ জরিপ অধিদপ্তর প্রতি ঘন্টায় প্রায় ১০ হাজার কপি Four Colour Map মুদ্রণের সক্ষমতা অর্জন করেছে। উল্লেখ্য, বাংলাদেশ জরিপ অধিদপ্তর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক মানচিত্র মুদ্রণ করে আসছে। বাংলাদেশ জরিপ অধিদপ্তর স্টেকহোল্ডারদের চাহিদানুযায়ী স্বল্প সময়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জিওস্পেশাল ডাটা প্রস্তুত ও সরবরাহ করে আসছে। রেডিও লিংক প্রযুক্তির মাধ্যমে তেজগাঁও ও মিরপুরের দামালকোট অফিসের দু’টি ভিন্ন ভিন্ন সার্ভারে সংরক্ষিত ডাটা আদান-প্রদান করা হচ্ছে, যা Dedicated Firewall দ্বারা সুরক্ষিত। দেশের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে অত্র অধিদপ্তর প্রতিনিয়ত ভৌগোলিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে তার তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করছে।