প্রতিষ্ঠান সম্পর্কে: সংক্ষিপ্ত ইতিহাস ব্রিটিশ শাসন আমলে ১৮৬২ সালে বনবিভাগ প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন সময়ে অবিভক্ত ভারতবর্ষে নিম্নবর্ণিত নামে অবহিত ছিল: - ইম্পেরিয়াল ফরেষ্ট সার্ভিস - প্রভিনসিয়াল ফরেষ্ট সার্ভিস - সাব-অর্ডিনেট ফরেষ্ট সার্ভিস ১৯৪৭ সালে ভারত বিভক্তির পূর্বে বাংলাদেশের বনাঞ্চল, বেঙ্গল ও আসাম বন বিভাগদ্বয়ের নিয়ন্ত্রণে ছিল। পাকিস্থান হওয়ার পর কৃষি মন্ত্রণালয়ের অধীন নিম্নবর্ণিত নামকরণ করা হয়: - ইষ্ট পাকিস্থান সিনিয়র ফরেষ্ট সার্ভিস - সাব অর্ডিনেট ফরেষ্ট সার্ভিস ১৯৮০ সনে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার রুল প্রবর্তন হওয়ায় বাংলাদেশ সিনিয়র ফরেষ্ট সার্ভিসকে বি.সি.এস. (বন) ক্যাডারভূক্ত করা হয়। ১৯৮৯ সনে পরিবেশ ও বন মন্ত্রণালয় সৃষ্টি। ইতোপূর্বে বনবিভাগ কৃষি মন্ত্রণালয়ের অধীনে ছিল।
Visitor Counter: Copyright © BGISP, 2024 | All Rights Reserved | Developed By: