info@bba.gov.bd     +88-02-8181426-bgisp@bbs.gov.bd

সংস্থা প্রোফাইল

Rajdhani Unnayan Kartripakkha (RAJUK)

প্রতিষ্ঠান সম্পর্কে: ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আসনে পরিণত হয়। ১৯৫১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত জনসংখ্যা ০.২৮ মিলিয়ন থেকে বেড়ে ১.২ মিলিয়ন হয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পরে ঢাকা বাংলাদেশের রাজধানী হিসেবে আত্বপ্রকাশ করে। দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম এবং বর্তমানে জনসংখ্যা ১৬ মিলিয়ন ছাড়িয়ে গেছে। রাজউক রাজধানী ঢাকা কে পরিকল্পিত, বাসযোগ্য এবং পরিবেশ বান্ধব শহরে পরিণত করার চেষ্টা করছে। বাসযোগ্য পরিকল্পিত শহর গড়ার লক্ষ্যে রাজউক কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যাহার মধ্যে আবাসনের সুব্যবস্থা করণ, যাতায়াত সহজীকরণ এবং বৃহৎ আকারের জলাধার বেষ্টিত উম্মুক্ত স্থান তৈরী যথা-হাতিরঝিল সমন্বিত প্রকল্প ইত্যাদি।