রূপকল্প ও অভিলক্ষ্য
 
        
           রূপকল্প  
বাংলাদেশে একটি কেন্দ্রীয় জাতীয় জিআইএস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা। 
অভিলক্ষ্য 
-  সকল জিআইএস কার্যক্রম পরিচালনাকারী দপ্তর/অধিদপ্তর/সংস্থার সাথে সমন্বয় সাধন; 
-  জাতীয় প্রয়োজনে জিআইএস সংক্রান্ত গৃহীত কার্যক্রম বিজিআইএসপি-এর সাথে বিনিময় করা; 
-  অর্থ ও সময়ের অপচয়রোধে জিআইএস কার্যক্রমের দ্বৈততা পরিহার করা; 
-  সদস্য সংস্থাগুলোর মধ্যে কারিগরী সহায়তা প্রদান; 
-  এশিয়া প্যাসিফিক স্প্যাশিয়াল ডাটা স্ট্রাকচার, ইনটারন্যাশনাল স্টিয়ারিং কমিটি ফর গ্লোবাল ম্যাপিং (আইএসসিজিএম) এর মত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন; 
-  মেটাডাটা প্রস্তুতে বিভিন্ন প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান; 
-  ডাটা আর্কাইভিং এবং শেয়ারিং এর জন্য গাইডলাইন ও অবকাঠামো প্রস্তুত