bgisp@bbs.gov.bd     +88-02-8181426

বিজিআইএসপি সম্পর্কে

জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ব্যবহার করে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নসহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১১ সালের ১২ মে তারিখে জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইসিওএসওসি) এর সভায় জাতিসংঘ মহাসচিবের (E/2011/89) প্রতিবেদনের ওপর ভিত্তি করে “ইউএন কমিটি অব এক্সপার্টস অন গ্লোবাল জিওস্পেশিয়াল ইনফরমেশন ম্যানেজমেন্ট (ইউএনজিজিআইএম) নামে একটি কমিটি গঠিত হয় । এই কমিটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জিওস্প্যাশিয়াল ডাটাবেইজ এর সাথে পরিসংখ্যানের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে উদ্বুদ্ধ করছে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা তাদের নিজস্ব অথবা জাতীয় প্রয়োজনে জিআইএস কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু এই সমস্ত সংস্থা কর্তৃক পরিচালিত জিআইএস কার্যক্রমে সমন্বয়হীনতার কারণে দ্বৈততা সৃষ্টির পাশাপাশি অর্থ ও সময়ের অপচয় হচ্ছে। সর্বোপরি, জিআইএস কেন্দ্রিক কাঙ্খিত উন্নয়ন থেকে দেশ ও জাতি বঞ্চিত হচ্ছে। এ কারণে, জিআইএস কার্যক্রমে সম্পৃক্ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ বা সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে জিআইএস কার্যক্রমের সমন্বয় সাধন করা অত্যন্ত জরুরি। জিআইএস কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় সাধন করা গেলে একে অপরের কাজ সম্পর্কে পরিষ্কার ধারনা লাভ করবে এবং নিজেদের মধ্যে তথ্য/উপাত্ত আদান প্রদানসহ জাতীয় প্রয়োজনে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এতদবিষয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করা সহজ হবে, পাশাপাশি অর্থ ও সময়ের অপচয়ও হ্রাস পাবে। এই উদ্দেশ্য পূরণের জন্য পরিসংখ্যান আইন, ২০১৩ এর ৬ ধারাবলে “বাংলাদেশ জিআইএস প্ল্যাটফর্ম” শিরোনামে একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। ২০১৬ সালের ৩০ জুন তারিখে অতিরিক্ত সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের নেতৃত্বে প্ল্যাটফর্মটি গঠনের লক্ষ্যে একটি সরকারি আদেশ জারি হয়েছে। পরিসংখ্যান আইন, ২০১৩ এর ৬ ধারাবলে “বাংলাদেশ জিআইএস প্ল্যাটফর্ম” দেশের সকল জিআইএস তথ্য/উপাত্ত প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় এবং তাদের প্রস্তুতকৃত সকল তথ্য/উপাত্ত একই স্থানে সংরক্ষণের লক্ষ্যে এটি কেন্দ্রীয় প্লাটফর্ম হিসেবে কাজ করবে। প্লাটফর্মটিতে ৩৪টি সংস্থা হতে ৩৬ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।